আমি কে?

আমি তানভীর হাসান। জন্মের পর থেকেই ঢাকায় বড় হয়েছি। বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি এবং কম্পিউটার সায়েন্সে ৪ বছরের ডিপ্লোমা শেষ করেছি। ছোটবেলা থেকেই বন্ধুবান্ধবের সংখ্যা সীমিত। উশৃঙ্খলতা, সবধরনের নেশা (এমনকি ধুমপানও) থেকে দূরে থাকতে পেরেছি তার জন্য পারিবারিক মুল্যবোধ এবং সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ।

আমি স্বভাবে নম্র, ভদ্র, শান্তশিষ্ট। তবে আমার চারপাশে একটা অদৃশ্য আয়না আছে যেটাতে মানুষজন নিজেদের স্বভাবের পরিফলন দেখতে পায়। পরিচিত মানুষজনের সাথে মোটামুটি এক্সট্রোভার্ট তবে অপরচিত মানুষের সাথে কিছুটা ইন্ট্রোভার্ট হলেও সমস্যাটা ধীরে ধীরে কমে আসছে।

দিনের বেশিরভাগ সময় একা একা থাকাটা উপভোগই করি। কোডিং করতে ভালো লাগে। অবসরে বই পড়তে আর ফটোগ্রাফী করতে ভালো লাগে। ইচ্ছা হয় অল্প-স্বল্প লেখালেখি করতেও। এ কারনেই এই ব্লগের জন্ম...।

খেলাধুলার ব্যাপারে বলা যায় রুবিক'স কিউবিং করি। বাংলাদেশের ক্রিকেট খেলা সবসময় দেখা হয়। এছাড়া কদাচিৎ টিভি দেখা হয়।

**
ব্যাক্তিগত তথ্য এর চেয়ে বেশী প্রয়োজন হলে- এখানে যোগাযোগ করুন
**

Facebook Linkedin Instagram 500px











Comments

জনপ্রিয় পোস্টগুলো

রিসেন্ট ক্লিয়ার করা উচিৎ নয় যে কারনে!! (আইওএস)

Open Authorization কি? এবং এটি যেভাবে কাজ করে

ফ্রী VPS এবং উবুন্টু ডেস্কটপ। সাথে এনড্রয়েড কানেক্ট