Open Authorization কি? এবং এটি যেভাবে কাজ করে
Open Authorization কি: আপনি যদি ভার্চুয়াল দুনিয়ায় “Sign in with Google” এরকম কোন বাটন দেখে থাকেন এবং একবার হলেও তাতে ক্লিক করে থাকেন তবে আপনিও Open Authorization ( OAuth) সার্ভিসের একজন ব্যাবহারকারী হয়ে গেছেন। সহজ এবং দ্রুততার জন্য বর্তমানে অনেক সাইটেই এর ব্যাবহার দেখা যাচ্ছে। যা খুব দ্রুত বাড়ছে। হয়তো লক্ষ করে দেখেছেন বড় বড় সাইটের পাশাপাশি ছোট পরিসরের ওয়েবসাইটগুলোতে আলাদা একাউন্ট না খুলেই গুগল, ফেসবুক, ইয়াহু, মাইক্রোসফট একাউন্ট দিয়েই লগিন করা যায়। OAuth এর কাজ মুলত আপনাকে কোন ওয়েবসাইটে লগিন করার ক্ষেত্রে অন্য একটি সাইটের একাউন্টের তথ্য ব্যাবহার করে লগিন করার সুবিধা দেয়া, তাও আবার কোন ধরনের পাসোয়ার্ড ছাড়াই। মুলত দুটি কারনে OAuth লগিন পদ্ধতিটি খুব জনপ্রিয়তা পেয়েছে। প্রথমত এটি কোন ওয়েব সাইটে একাউন্ট খোলা এবং লগিন করার ঝামেলা থেকে মুক্ত করে দেয়। এবং সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে সাইটটি ব্যাবহার উপযোগী করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। তাছাড়া এতে ইমেইল-পাসোয়ার্ড টাইপ করার কোন ঝামেলা নাই। এক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটি ব্রাউজারে লগিন কর...